চাঁদপুরে নজরুল ইসলাম নাঈম (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৩ নভেম্বর শনিবার সকাল থেকে সে নিখোঁজ হয়। শিশু নাঈম চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার মো. দেলোয়ার হোসেন ও ফয়জুন্নেছা বেগমের পুত্র। সে চাঁদপুর শহরের আহমদিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আদরের সন্তানকে হারিয়ে শিশুটির পরিবার এখন পাগল প্রায়। তারা আত্মীয়-স্বজনের বাড়িসহ এদিক-সেদিক খোঁজাখুঁজি করে থানা পুলিশের ধারস্থ হয়েছে। শিশু নাঈমের মা ফয়জুন্নেসা বেগম গত ২৪ নভেম্ব চাঁদপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরিও করেন। যার নং- ১৫৭০।
লিখিত ভায়েরিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা পড়ুয়া শিশু নজরুল ইসলাম নাঈম গত ২৩ নভেম্বর সকালে শহরের হাজী মহসিন রোড এলাকা থেকে পরিবারের অজান্তে হারিয়ে যায়। এরপর থেকে তার পরিবার সম্ভাব্য সকল জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি করে। কিন্তু চারদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পায়নি। কোন সুহৃদয়বান ব্যক্তি শিশুটিকে পেয়ে থাকলে পরিবারকে (এই নাম্বার যোগাযোগ করে ০১৭৭২২৫৯৫২৮ ) সন্ধান দেওয়ার অনুরোধ জানানো হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur