জাতীয় শিক্ষা সপ্তাহে মঙ্গলবার (৪ অক্টোবর ) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক এবং সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়াম্যান দেওয়ান মো.সফিকুজ্জামান।
তিনি বলেন, ‘এ পুরষ্কার মেধা যাচাইয়ের পুরস্কার। মেধা মননের বিকাশে বেশি বেশি করে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিবে। তোমরা প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে ওঠতে সক্ষম হবে। এখানে চাঁদপুরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন। ’
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ চাঁদপুর সরকারি মহিলা কলেজ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, একই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সহকারী শিক্ষক মো. তাজুল ইসলামের হাতে অতিথিবৃন্দ সংবর্ধিতদের ক্রেস্ট তুলে দেন।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো . তাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুর রফিক, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন।
এ ছাড়াও নজরুল, রবীন্দ্র, দেশাত্ববোধক, উচ্চাঙ্গ সংগীত, নৃত্য, হাম, নাত, কেরাত, রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেয়া হয়।
স্টাফ করেসপেন্ডন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৭:৪০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur