চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে ১৭তম বারের মতো পুরস্কার গ্রহণ করলেন সদর মডেল থানার এএসআই আবু হানিফ সুমন।
১১ অক্টোবর মঙ্গলবার পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এএসআই আবু হানিফ সুমনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত সহ
চাঁদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর এএসআই আবু হানিফ সুমন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১১ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur