Home / চাঁদপুর / চাঁদপুরে শ্রীরামদি অখণ্ডমণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব
শ্রীরামদি

চাঁদপুরে শ্রীরামদি অখণ্ডমণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব

স্বামী স্বরূপানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত (প্রথম অখণ্ডমণ্ডলী) চাঁদপুর শ্রীরামদী অখন্ড মন্ডলীতে দুই দিনব্যাপী ‘স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী শুভ জন্মোৎসব কর্মসূচির মধ্যে ছিলো: ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপন, সাড়ে ৬টায় আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ। আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অশোক চন্দ্র পাল।

৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় শ্রী শ্রী অখন্ড সংহিতা পাঠের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অখন্ড সংহিতা পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চট্রগ্রাম দক্ষিণ অঞ্চলের সভাপতি শ্রী রাখাল মজুমদার এবং কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অশোক চন্দ্র পাল।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মদিবসের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১২টায় ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শ্রী নির্মল ব্রহ্মচারি। বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, অর্থ সম্পাদক শ্রী অশোক পাল। বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা অজয় কুমার দাস। ধর্মীয় আলোচনা সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।

সবশেষ দুপুর ১টা ৩০ মিনিটে শান্তিবাচন তৎপর ব্যক্তিগত উপাসনা ও মহাপ্রসাদ বিতরণ এবং দিনব্যাপী মহানাম হরিওঁ কীর্তন ও সন্ধ্যা ৬টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩০ ডিসেম্বর ২০২৫