চাঁদপুরে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ১১ আগষ্ট সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছুল ইসলাম সূর্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, চাঁদপুর  অঙ্গীকার ক্রীড়া চক্রের সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান  মোহাম্মদ আশরাফুল আরিফ, সম্মানিত উপদেষ্টা নজির আহমেদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও এপিপি অ্যাডভোকেট অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী,  সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গাজীপুর শাহিন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবদুল মতিন, বিশিষ্ট চিত্রশিল্পী রিপন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম।  অনুষ্ঠান পরিচালনা করেন, চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম ও যুগ্ম সম্পাদক মোঃ রাসেল পাটওয়ারী।  অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের সহ-সভাপতি সীমা ইসলাম। 

সিনিয়র স্টাফ রিপোর্টার/১২ আগস্ট ২০২৫