Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে শিশুদের মধ্যে ব্যাপকহারে ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে
চাঁদপুরে শিশুদের মধ্যে ব্যাপকহারে ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে

চাঁদপুরে শিশুদের মধ্যে ব্যাপকহারে ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে

চাঁদপুর জেলায় দৈনিক দুই শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। শিশুদের মধ্যে ব্যাপকহারে ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

জেলার মতলব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ রোগী ভর্তি হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন। এদের বাড়ী চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, কুমিল্লা সদর, বরুড়া, রায়পুর, লক্ষীপুর ও রামগঞ্জ উপজেলায়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ কুমিল্লা জেলার আরও কিছু এলাকা থেকে এসে শিশু রোগী ভর্তি হচ্ছে।

মতলব আইসিডিডিআরবি হাসপাতালের ইনর্চাজ ডাঃ আল ফজল খাঁন বলেন, ‘দূষিত পানি পান ওময়লা খাবারের কারনে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। সাধারণত শীতে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। শিশুদের ঘনঘন পাতলা পায়খানা, বমি বমি ভাব এই রোগের প্রধান লক্ষণ। এই রোগে আক্রান্ত শিশুদের খাওয়ার স্যালাইন, বুকের দুধ, সুজি, খিচুড়ি, ডাব, চিড়ার পানি, ভাতের মাড়সহ অন্যান্য খাবার খেতে দিতে হয়।’

সিনিয়র মেডিকেল অফিসার চন্দ্র শেখর দাস বলেন, ‘বর্তমানে রোগীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ভাইরাসে আক্রান্ত হলেই শিশুকে হাসপাতালে না এনে বাড়ীতে প্রাথমিক চিকিৎসা করানো সম্ভব। তবে স্যালাইন গুলানোর সময় অবশ্যই আধা লিটার পানিতে ১ প্যাকেট স্যালাইন গুলাতে হবে। অনেক রোগীর অভিভাবক একটু স্যালাইন ও একটু পানি মিশিয়ে শিশুকে খাওয়ানোর ফলে শিশুর শরীরের লবণের অংশ বেড়ে যায়। যার ফলে শিশুরা বেশী দুর্বল হয়ে পড়ে।’

শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বারবার পানির মতো পাতলা পায়খানা, খুব বেশী পিপাসা, ঘন ঘন বমি হলে, পায়খানায় রক্ত গেলে, জ্বর থাকলে ও শিশু না খেতে চাইলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা আইসিডিডিআরবি হাসপাতালে নিয়ে আসতে হবে।’

অপরদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও ৮টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শত শত শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর