চাঁদপুরে শিবিরের ৮ নেতাকর্মী আটক
চাঁদপুর মডেল থানা পুলিশ শহরের একটি মেস থেকে আটজনকে আটক করেছে। শহরের পীর বাদশা মিয়া রোডের মমিনপাড়া খানবাড়ি সংলগ্ন ছাত্রাবাস থেকে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাব্বির হোসেন, মো. ফরহাদুজ্জামান, মো. ইউনুস, মো. উজ্জ্বল, আব্দুস সালাম, মো. বাহার এলাহী, রুবেল ও মুহাম্মদ ফরিদ হাসান।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ শামীম জানান, তাদর আটকের পর মডেল থানায় আনা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের অনুরোধে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে মুহাম্মদ ফরিদ হাসানকে ছেড়ে দেওয়া হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:১৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৫, শনিবার
এমআরআর