চাঁদপুরে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন সাবেক সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম নৌ কমান্ডো মমিনউল্লাহ পাটোয়ারী বীর প্রতীক।
২৭ ডিসেম্বর রোববার বিকেলে সদর উপজেলার মৈশাদী এলাকায় শতাধিক শিক্ষার্থীর হাতে জার্সি, ব্যাট, ফুটবলসহ এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মমিনউল্লাহ পাটোয়ারী বীর প্রতীক বলেন, বহুকষ্ট, ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয় আজকের এই বাংলাদেশ। সুতরাং তোমাদের হাত ধরে আগামী বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সফল জনপ্রতিনিধি হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক তার ব্যক্তিগত তহবিল থেকে এসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
এলাকায় বসবাসকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেট,২৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur