আগামীকাল সারাদেশে একযোগে বই উৎসব উদযাপন করা হবে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বিভিন্ন শ্রেণীর নতুন বছরের নতুন পাঠ্য বই।
১ জানুয়ারি সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের এই নতুন বই তুলে দেয়া হবে বলে জানা গেছে। আর এই বই উৎসবকে ঘিরে বই সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ৩০ ডিসেম্বর সোমবার সকাল থেকে চাঁদপুর শহরের কবি নজরুল ইসলাম সড়কস্থ ও সরকারি জেনারেল হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত পাঠ্যপুস্তক রাখার সরকারি গুদাম থেকে এভাবেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের নতুন বই সংগ্রহ করে নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়ে যেতে দেখা যায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি