শীর্ষ সংবাদ

বিএনপি ইভিএম নিয়েও বিতর্ক করতে চায় : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

চাঁদপুরে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘দুর্গম চরাঞ্চলে ৪০ভাগের ওপর ভোট পড়েছে। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে এসে উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। অথচ বিএনপি ইভিএম নিয়েও বিতর্ক করতে চায়।’

১৭ জানুয়ারি শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। তারা জানে এখন তারা জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে। যেসব নির্বাচনে তারা জয়ী হয় সেসব নির্বাচনেও ফল ঘোষণার পূর্বে পর্যন্ত বিতর্ক করে। আজকে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার জন্য কাজ করেছে। বিএনপি কখনই চায় না বাংলাদেশ এগিয়ে যাক।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও এসে বিএনপি বলছে,‘নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না তা প্রমাণ করার জন্যই তারা ভোট অংশ নিচ্ছেন। অর্থাৎ তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমান,জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সা.সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা আ.লীগের সহ-সভাপতি ডা.জে আর ওয়াদুদ টিপু জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এড.মজিবুর রহমান ভুইয়া,পুরান বাজার ডিগ্রি কলেজের অধক্ষ্য রতন কুমার মজুমদার, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড.জিল্লুর রহমান জুয়েল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ,হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্টাফ করেসপন্ডেট

Share