Home / চাঁদপুর / চাঁদপুরে শহরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
ovijan

চাঁদপুরে শহরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চাঁদপুর শহরে কদম তলা এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর বাস ভবনের সামনের সড়ক দখল করে রাখা ১৫/২০ টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এতে সড়ক প্রশস্তকরণে জায়গা উদ্ধার এবং শিক্ষামন্ত্রীর বাস ভবনের নিরাপত্তা রক্ষা দুটোই হচ্ছে।’

তিনি জানান,সড়কের সুন্দর্য ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এর সাথে সড়কের যানজট হ্রাস এবং ঝুঁকিপূর্ণ যাতায়াত রোধে জেলা প্রশাসনের এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মানুষ এখন যানজটমুক্ত চাঁদপুর দেখতে চায়। সে জন্য কোনভাবেই অবৈধভাবে সড়ক দখল করে গড়ে ওঠা কোন রকমের স্থাপনা রাখা যাবেনা। আমরা আপাতত শহর কেন্দ্রীক বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় এবং সড়ক দখলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। আমাদের এই অভিযানের সাথে চাঁদপুর পৌরসভা, পুলিশ সদস্যবৃন্দ, আনসার ব্যাটেলিয়ানরাও রয়েছেন।

উচ্ছেদ শেষে এসব দখলমুক্ত জায়গা নিয়ে জেলা প্রশাসনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, আমরা শহরের ছোটখাটো যানবাহন যাতে সড়কের ওপর অস্থায়ী স্যান্ড করে যাত্রী না উঠায়। এজন্য তাদের সড়কে গাড়ী না রেখে এই ধরনের উচ্ছেদকৃত জায়গাগুলোতে গাড়ী রাখার ব্যবস্থা করে দিবো। এতে সড়ক অনেকটাই যানজটমুক্ত হয়ে যাবে আশা করছি। এর সাথে শহরের সুন্দর্য বর্ধনে আরো কি করা যায় সে বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিবো।

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল,২০১৯