চাঁদপুর জেলার শিক্ষকনেতা ও ডি এন উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের নামাজের জানাজা সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল দশটায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়
চাঁদপুর শহরের বিশিষ্টজনদের মধ্যে শিক্ষক নেতা সাখাওয়াত হোসেন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওযারী
বাকশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার বাকশিস নেতা মতলবের অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফাত আহমেদ, ডিএন এর প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন, আল-আমিন একাডেমির সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান, গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্বাসউদ্দীন আহমেদ, বিএনপি নেতা সফিউদ্দিন আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষক নেতা বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেন, আবু তাহের মাস্টার,সাবেক প্রধানশিক্ষক এম এ বারী ,প্রধানশিক্ষক গোফরান হোসেন ও মরহুম সাখাওয়াত হোসেনের একমাত্র ছেলে জনতা ব্যাংক কর্মকর্তা নাজমুল হোসেন ।
অন্যান্যের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অধ্যক্ষ হারুন-অর-রশিদ, অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, অধ্যক্ষ মেজবাহউদ্দিন, প্রধান শিক্ষক শফিউল্লাহ,প্রধানশিক্ষক আবুল কাসেম,প্রফেসর আলাউদ্দিন ও প্রফেসর মনিরুজ্জামান প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ ।
জানাজা শেষে মরহুমের মরদেহ শীততাপ নিয়ন্ত্রিত লাশবাহী অ্যাম্বুলেন্স তার নিজ গ্রাম দুর্গাপুর নিয়ে যাওয়া হয় । সেখানে বেলা দু’টায় মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ পড়ান আলী রেজা জামে মসজিদের ইমাম ও খতিব মাও.মো.ইসমাইল হোসেন।
আবদুল গনি,১০ ফেব্রুয়ারি ২০২০