চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪’ শুক্রবার (১ জুন) সকাল ১০ টায় ২৮ টি কেন্দ্রে অনুিষ্ঠত হয়। ওই শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০ হাজার ৬শ’৭৫ প্রার্থী অংশ নেয়ার কথা ছিলো । অথচ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৯ হাজার ৮শ’৯৮ জন । অনুপস্থিত ছিলো ১০ হাজার ৭ শ’৭৭ জন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চ মান সহকারী বিধান চন্দ্র ঘোষ আজ বুধবার (৬ জুুন) চাঁদপুর টাইমসকে এ তথ্যটি নিশ্চিত করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষাটি ১ জুন ২০১৮ শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টা ২০ মিনিটে শেষ হয়।
প্রাপ্ত সূত্র মতে,চাঁদপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬শ’৭৫ জন ছিলো। কেন্দ্র ২৮ টি ও শূন্য পদের সংখ্যা প্রায় ৩ শ’। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরো বাড়তে পারে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে। চাঁদপুর সদরে ১৭টি, মতলবে ৪ টি ও হাজীগঞ্জের ৭টি স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা কেন্দ্র ছিলো ।
প্রসঙ্গত, দেশের ২৯ জেলার বৈধ প্রার্থীগণ এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। শনিবার (২৬ মে) শুরু হয় ১ম পর্যায়ের ১৫টি জেলায় । জেলাগুলো হলো : জামালপুর,টাঙ্গাইল,ঝিনাইদহ,খুলনা ,নাটোর ,নওগা ,পাবনা , রাজশাহী, সিরাজগঞ্জ ,বগুড়াা ,সিলেট ,গাইবান্ধা,দিনাজপুর ,রংপুর ও বরিশাল ।
২য় পর্যায়ে ১ জুন শুক্রবার চাঁদপুরসহ বাকি ১৩ টি জেলার প্রার্থীগণ অংশগ্রহণ করেছিলো। জেলাগুলো হলো: গাজীপুর,নরসিংদি,নেত্রকোনা, কিশোরগঞ্জ,ঢাকা,ময়মনসিংহ,বি বাড়িয়া,কুমিল্লা, চট্রগ্রাম,সাতক্ষীরা,যশোর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পিএম, ৬ জুন ২০১৮,বুধবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur