জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবানে কেন্দ্রীয় কমিটির ডাকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার (২০ এপ্রিল) বিকাল ৪ টায় চাঁদপুর জেলা শাখার আয়োজনে কালীবাড়ি শপথ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রুহুল আমিন খান বলেন, সরকারের সদইচ্ছা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষা জাতীয়করণ হচ্ছে না। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে শিক্ষকরা আজ দাবী আদায়ে সক্ষম হয়েছে। শিক্ষকদের এ সমস্যাগুলোর জন্য আন্দোলনের মাধ্যমে আদায় হয়েছে। সরকার বৈশাখী ভাতা দেওয়ার কথা থাকলেও শিক্ষকরা তা পায়নি। শিক্ষকদের আজ রাজপথে থাকার কথা ছিল না। দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে।
চাঁদপুর জেলা বাকশিসের সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন কালে তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্যের ব্যবধান কমিয়ে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে।
অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষার বান্ধন সরকার। তাই শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। যা শিক্ষকরাই করেছেন। তাই শিক্ষার মধ্যে পার্থক্য না থাকলেও শিক্ষকদের চাকুরির মধ্যে রেখেছেন সরকার। সরকারকে সরকারি-বেসরকারি বৈষম্যের অবসান ঘটাতে হবে। আর এ জন্যই প্রয়োজন শিক্ষার জাতীয়করণ।
বক্তরা আরো বলেন, শিক্ষার দায়িত্ব সরকারের উপর ন্যস্ত। শিক্ষাকে জাতীয়করণ করলে এ দেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটবে। এদেশের ৮০ ভাগ শিক্ষার ব্যবস্থা বেসরকারি শিক্ষকদের উপর ন্যস্ত। তাই বেঁচে বেঁচে নীতিমালা বিহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করণের ঘোষণা দেওয়া সরকারের দেওয়া উচিত নয়।
খেরুদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ও মতলব উত্তরের শিক্ষক নেতা ও সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ও মতলব শিক্ষক নেতা প্রভাষক মোশাররফ হোসেন, গণসংযোগ সম্পাদক সফিউল আজম শাহজাহান, প্রফেসর আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলার আহ্বায়ক ও মতলব উত্তরের শিক্ষক নেতা শহিদুল্লাহ প্রধান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মাও. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বাকশিস নেতা প্রফেসর জসিম উদ্দিন, সদরের বাকশিস সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, মুন্সির হাট কলেজের অধ্যক্ষ আঃ মালেক, মতলব উত্তরের শিক্ষক নেতা কামরুজ্জামান হারুন, মোঃ জসিম উদ্দিন, মিজানুর রহমান, মজলিস আহমেদ, বেসরকারি সহকারী শিক্ষক সমিতির সদরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রভাষিকা সালমা খানম, আলেয়া চৌধুরী, ঐক্য জোটের অধ্যাপক এ.টি এম টিপু, অধ্যাপক মাইনুদ্দিন, ঐক্যজোটের সদস্য সচিব অধ্যাপক মোশাররফ হোসেন।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের ঘোষিত সকল কর্মসূচি পালনের জন্য নেতৃবৃন্দ সকল শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ৯:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ