Home / চাঁদপুর / চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Julonto Lash
প্রতীকী ছবি

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকা থেকে মমিন গাজী (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে ঘোষের হাট মিন্টু পাটওয়ারীর মার্কেটের বারান্দায় আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মমিন জেলার হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মতিন গাজীর ছেলে। তিনি কচুয়া উপজেলার বাইচারা দারুস সালাম মাদ্রাসার শিক্ষক ছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ