‘চাঁদপুরকে দেশের অন্য জেলার চেয়ে সম্পূর্ন রুপে ডিজিটাল জেলা গড়ার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। এখন চাঁদপুরের সব ভর্তি অনলাইন মাধ্যমে করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভিত্তক ওয়েবসাইট ও ফেসবুক ফ্যান পেজ খুলতে হবে। শিক্ষকদের বেতন ভাতা ওয়েবসাইটের মাধ্যমে করা হবে।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণার নিমিত্তে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লঞ্চ, স্টীমার সময়সূচি অনলাইনের মাধ্যমে করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন বাতা অন লাইনের মাধ্যমে করতে হবে। সম্ভাব্য আগামী ১১ জানুয়ারি এরকম আরেকটি সভা হতে পারে ও১৫ ফেব্রুয়ারী ডিজিটাল মেলা হতে পারে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমান, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, কোস্ট গার্ডের লে. এস এনায়েত উল্লা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, শিশু একাডেমির উপ-পরিচালক কাউচার আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৭:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur