চাঁদপুর

চাঁদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের জন্যে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে : পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকল্পে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “চাঁদপুরে শান্তিপূর্র্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করার জন্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা মন্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও কমিউনিটি পুলিশিং সদস্য জোরদার থাকবে। আমরা চাই চাঁদপুরে একটি সুন্দর পরিবেশে পূজা উদযাপন হোক।”

অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন নো-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, হরিবোলা মন্দির কমিটির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর রনজিত রায় চৌধুরী, সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আশিক বিন রহিম||আপডেট: ০৭:০৫ পিএম,১২ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share