প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেও বন্ধ হচ্ছে না ইয়াবা বিক্রি ও সেবন। রিক্সা শ্রমিক থেকে শুরু করে বিত্তশ্রেণিদের অনেকেই জড়িয়ে পড়ছে মরণব্যাধি এ নেশায়।
চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানেও নির্মূল হচ্ছে না ইয়াবাসেবী ও ব্যবসায়ী।
চাঁদপুর শহরে ইয়াবা ব্যাবসায়ী ও সেবকরা ইয়াবার নাম গোপন রাখে বিভিন্ন নাম ব্যাবহার করে আসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের অধিকাংশ পাড়া মহল্লায় ইয়াবা ব্যাবসায়ীদের আনাগনা শুরু করে।
ইয়াবা বিক্রি ও সেবন করার সুবিধার্থে নতুন নাম ব্যাবহার করছে বিস্কুট, টিকা, বাবা, বড়িসহ আরো অনেক প্রতীকী গোপন নাম।
আইনের চোখকে ফাকি দিতে চাঁদপুর শহরে এখন ইয়াবার বিভিন্ন নাম ব্যাবহার করছে।
ইয়াবার টাকা জোগাতে যুবকরা এখন লিপ্ত হচ্ছে বিভিন্ন অপরাধের সাথে।
অতি সহজলভ্য এ মাদক সেবনের অর্থ যোগাতে তারা যে কোন অপরাধ করতে দ্বিধাবোধ করে না।
এখন অধিকাংশ পাড়া মহল্লায় লক্ষ করা যায় ইয়াবা সেবীদের প্রকাশ্য আড্ডা।
শরীফুল ইসলাম