চাঁদপুর

চাঁদপুরে শফিক ভূঁইয়ার ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী মরহুম শফিকুর রহমান ভুইয়ার ছোট ভাই মোঃ সেলিম ভুইয়া (সেলু) আর নেই। ২৫ এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২ ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি
২ ছেলে ৩ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুমের ভাতিজা জেলা ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু জনান, শনিবার বাদ মাগরিব চাঁদপুর শহরের নতুনবাজারস্থ ভুইয়া বাড়ি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনু্ষ্ঠিত হয়। জানাজা শেষে ভুইয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম শফিকুর রহমান ভুইয়ার মৃত্যুর দুই দিন পরেই মোঃ সেলিম ভুইয়া (সেলু) হৃদরোগে আক্রান্ত হন।গত কয়েক দিন আগে তাকে “বাইপাস সার্জারি” করাননো হয়। গত ২৩ এপ্রিল অবস্হার অবনতি হলে তাকে”লাইফ সাপোর্টে” নেয়া হয়।

এদিকে মরহুম “শফিকুর রহমান ভুইয়ার” ছোট ভাই, মরহুম “সেলিম ভুইয়া(সেলু)র” মৃত্যুতে চাঁদপুর জেলা বি এনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ২৫ এপ্রিল ২০২০

Share