পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পুনাক চাঁদপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ লাইনস্ মাল্টিপারপাস সেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।
তিনি তার বক্তব্যে বলেন, পুনাক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আপনাদের মতো সকলকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন।
স্বাগত বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের অধ্যক্ষ শিপ্রা মজুমদারের পরিচালনার উপস্থিত ছিলেন পুনাকের কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, দপ্তর সম্পাদিকা ইশান আরাফাত, উপাধ্যক্ষ রাখি মজুমদারসহ আরো অনেকে।
আলোচনাসভা শেষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৯ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur