মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং চাঁদপুর থিয়েটার ফোরামের সহযোগিতায় শত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও জয় বাংলার পরিবেশনের মধ্য দিয়ে ১০ দিন বব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে।
১৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র
অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বক্তারা বলেন, আমাদের এক গৌরবের দিন, মহান স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জম্মদিন। শত কণ্ঠে জাতিয় সংগিত। বিজয় মেলা কতৃক আয়োজিত শত কণ্ঠে জাতীয় সঙ্গিত পরিবেশন। বিজয় মেলা যে আয়োজন সত্যি প্রশংসিত উদ্যোগ। জাতীয় সঙ্গীত প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে পরবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট উজ্জ্বল হোসাইন, মুক্তিযোদ্ধা অজিত সাহা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ জাহিদুল ইসলাম রোমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তপন সরকার , কবি ও লেখক ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, এড. সাইফুদ্দিন বাবু।
প্রতিবেদদক: আশিক বিন রহিম,১৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur