‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আইসিটি হবে হাতিয়ার’ এ শ্লোগানে চাঁদপুরে দিনব্যাপি লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, জেলা তথ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার হারুন অর রশিদ, আইসিটি মন্ত্রণালয়ের এলইডিপি প্রকল্পের কনসালটেন্ট এসএম রাফায়েত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান। মেলায় ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে অনলাইন আবেদন ও মৌখিক পরিক্ষা গ্রহণ করা হয়।
এতে ৪০টি স্টল অংশগ্রহণ করে। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মেলার স্টলগুলো ঘুরে দেখে এবং অনলাইমের মাধ্যমে লার্নিং এন্ড আর্নিং বিষয়ে ধারণা গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন এলইডিপি ট্রেনিং প্রকল্পের বিভাগীয় সমন্বয়ক ট্রেইনার সোহেল ইয়াহিয়া, চাঁদপুর কলেজ ভ্যানুর গ্রাফিক ডিজাইনের ট্রেইনার জাহাদুল ইসলাম, লেডি প্রতিমা ভ্যানুর ট্রেইনার ফাহিম ফারায়েজ, বাগাদী আইসটি ল্যাব ভ্যানুর ট্রেইনার দেলোয়ার হোসাইনসহ লার্নিং এন্ড আর্নি প্রজেক্টের সকল লার্নারবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ