চাঁদপুর শহরের মির্জাপুর এলাকায় লাউ ক্ষেত থেকে শনিবার (৩ মার্চ) অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ খবরে নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা অজ্ঞাত এ নারীর বয়স অনুমান করেছেন ২৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার রেললাইন থেকে ৩০০ গজ দূরে লাউ ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ স্থানীয়রা পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এসআই আনোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘স্থানীয় লোকজন অজ্ঞাত নারী লাশটি লাউ ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আমি লাশের সুরুতহাল তৈরি করে থানায় নিয়ে আসি। তবে তার নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur