চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২লাখ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি যুবরাজ ৪’ থেকে জালগুলো জব্দ করা হয়।
চাঁদপুরে কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, শনিবার রাতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি) (পি এন্ড আরটি), বিএন এর নেতৃত্বে মেঘনা নদী থেকে ঢাকা থেকে বরিশাল গামি যাত্রীবাহী লঞ্চ ‘এমভি যুবরাজ ৪’ তল্লাশি চালিয়ে ২ লাখ ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবেও বলে জানিয়েছে চাঁদপুর কোস্টগার্ড।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
নিউজ ডেস্ক ।। ।। ০১:২০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur