চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু : সতর্ক সংকেত ৩

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর প্রভাবে চাঁদপুরসহ উপকূলীয় এলাকার জন্য আবহাওয়া অফিস থেকে সতর্ক সংকেত ৭ থেকে কমিয়ে ৩ করা হয়েছে। ছোটাকৃতির লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। বড় আকৃতির (৬৫ ফুট) লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চাঁদপুর নৌ-যান শ্রমিকলীগের সভাপতি বিপ্লব সরকার চাঁদপুর টাইমসকে জানান, ‘অতি সতর্কতায় বড় আকৃতির যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। চাঁদপুর থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলাচল করবে’

এদিকে আরেক খবরে জানা যায়, মেঘনার অতিরিক্ত ঢেউয়ে শনিবার (২১ মে) চাঁদপুর হরিণা ফেরীঘাটের বেশ কিছু অংশ ভেঙে যায়। এতে চাঁদপুর-শরীয়তপুর রুটের দু’পাড়ে মালবাহী ও যাত্রীবাহী অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেরী চলাচল স্বাভাবিক করতে ভাঙন অংশ দ্রুত মেরামত করার চেষ্টা চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট :  আপডেট, বাংলাদেশ সময় ৯:১০ পিএম,  ২১ মে  ২০১৬, শনিবার

ডিএইচ

Share