Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে লঞ্চের হুইল ছিঁটকে সুকানি নিহত

চাঁদপুরে লঞ্চের হুইল ছিঁটকে সুকানি নিহত

চাঁদপুর টাইমস নিউজ  ডেস্ক:  আপডেট: রাত ০৩:২৪, ২৩ সেপ্টেম্বর ২০১৫,  বুধবার

চাঁদপুরে মেঘনায় চলন্ত লঞ্চের হুইলের আঘাতে ওয়াহিদ বেপারী (৪৫) নামে সুকানির মৃত্যু হয়েছে।

চাদপুর সদর উপজেলার আলুবাজার এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় এমভি মনিংসান-৫ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, হুলারহাট-ভান্ডারিয়া রুটের ওই লঞ্চটি ৫শত যাত্রী নিয়ে ঢাকা থেকে সন্ধা ছেড়ে রাত সাড়ে ৯টায় চাঁদপুর ঘাট ধরে হুলারহাটের দিকে রওনা হয়। রাত ১০টায় মেঘনা নদীর আলুর বাজার নিকট আসলে লঞ্চের সুকানি ওয়াহিদের হাত ফসকে হুইলটি ছুটে গিয়ে তার মাথা ও মুখমন্ডলে আঘাত করে।

এসময় লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার তার ডাক চিৎকার শুনে জাহাজ মাস্টার, কেবিন বয় ছুটে এসে। তারা সুকানি ওয়াহিদকে রক্তাক্ত অবস্থায় ইঞ্জিন চালিত নৌকা যোগে রাতেই চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফিরোজ হাসান তাকে মৃত ঘোষণা কবরে।

দুর্ঘটনার খবর চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক সঙ্গিয় ফোর্স নিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে।

লঞ্চের কেবিন ইনর্চাজ রানা জানায়, “নিহত সুকানি ওয়াহিদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চরকাকাটা গ্রমের মৃত ছামাদ বেপারির ছেলে। তবে এমভি মনিংসান-৫ লঞ্চটি যথারীতি যাত্রী নিয়ে গন্তব্যে রওনা করেছে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫