চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে মঙ্গলবার (৮ আগস্ট) সদর উপজেলার লঘিœমারা চর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬২ হাজার ৬শ’ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে।
জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য টাকা সাত কোটি বাহাত্তর লক্ষ বায়ান্ন হাজার মাত্র।
কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদ,(এক্স) বিএন এর তত্ত্বাবধানে কোস্ট গার্ড সদস্য এম এম রহমান, সিপিও (পিটিআই) এবং এম এ মমিন, পিও এর দুটি অপারেশন দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।
পরে জব্দকৃত নিষিদ্ধ নতুন কারেন্ট জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদ, (এক্র) বিএন বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার নিমিত্তে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংসের অভিযান বাংলাদেশ কোস্ট গার্ড অব্যাহত রাখবে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১০: ০০ পিএম, ৯ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur