চাঁদপুর শহরে সোমবার দিনভর অভিযান চালিয়ে ১১০টি যানবাহন জব্দ করেছে পুলিশ। এ সময় আর্থিক জরিমানা না করে এসব যানবাহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, করোনা সংক্রমণ এড়াতে গোটা জেলায় লকডাউন চলছে। ফলে অতি জরুরি সেবা ছাড়া অন্যসব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে শহরে নেমে পড়ে বিপুলসংখ্যক সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন। এতে পুলিশের ট্রাফিক বিভাগ কঠোর হতে বাধ্য হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ নিয়ে গত দুদিনে ১৬৭টি যানবাহন জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে চাঁদপুর শহরের দোকানপাট ও মার্কেটে একই ধরনের অভিযান চালাবে পুলিশ। তবে ওষুধ, কাঁচাবাজার এবং অতি আবশ্যক পণ্য ছাড়া অন্য যেসব দোকান বা মার্কেট খোলা পাওয়া যাবে, সেখানেই তৎপর হবে পুলিশ।
প্রসঙ্গত, করোনার বিস্তার শুরু হলে গত ৮ এপ্রিল গোটা চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তবে এ সময় প্রশাসন কিছুটা শিথিল অবস্থান নিলে জেলা শহরে ব্যাপক জনসমাগম শুরু হয়। বাড়তে থাকে যানবাহনের চাপও।
এমন পরিস্থিতিতে করোনা আরো ব্যাপকভাবে সংক্রমিত হয়ে পড়লে রবিবার ভোর থেকে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
এরই মধ্যে চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়েছেন সরকারি কর্মকর্তা, পুলিশসহ অর্ধশত। মারা গেছেন চারজন।
চাঁদপুর করেসপন্ডেট,১২ মে ২০২০