প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ এড়াতে লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চালানোর দায়ে চাঁদপুর শহরে ২৬ অটোরিকশা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে চাঁদপুর শহরের কালীবাড়ি শপত চত্ত¡র মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার এস আই হেবজুর ও ডিবি পুলিশের এস আই রেজাউল সহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর শহরের সড়কে বের হওয়ায় ২৬ অটোরিকশা চালককে ৫টাকা করে মোট ১৩শ’ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত অটোরিকশাগুলো শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৩০ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur