Home / চাঁদপুর / চাঁদপুরে র‌্যাবের হাতে পিকআপে মাদক পাচারকালে আটক ১
চাঁদপুরে র‌্যাবের হাতে পিকআপের

চাঁদপুরে র‌্যাবের হাতে পিকআপে মাদক পাচারকালে আটক ১

কুমিল্লা ও চাঁদপুরে র‌্যাব-১১ দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ১৩ মে বুধবার ভোরে র‌্যাব-১১ কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি ও চাঁদপুর সদরে অভিযান করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কাভার্ড ভ্যান ও পিকআপে লুকিয়ে পরিবহনকালে ৩০ কেজি গাঁজা, ২০৭ বোতল ফেন্সিডিল এবং ৬,০০০ পিস ইয়াবা জব্দ ও দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।

চাঁদপুরে পিকআপের ভিতর আলু পরিবহনের আড়ালে লুকিয়ে মাদক পাচারকালে মোঃ রেজা করিমকে আটক করা হয়। বাড়ি চাঁদপুর সদরের পশ্চিম সকদি,পিতা- আঃ রহমান।

তার নিকট থেকে ২০৭ বোতল ফেন্সিডিল ও ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে কুমিল্লার চান্দিনা অভিযানকালে কাভার্ড ভ্যান এর অভ্যন্তরে লুকিয়ে পাচারকালে মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মোঃ ইকবাল হোসেন, আটক করা হয় এবং তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যয় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায়।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

প্রেস বিজ্ঞপ্তি, ১৩ মে ২০২০