‘রুখবো জঙ্গিবাদ গড়বো দেশ, র্যাব ফোর্সেস বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুর শহরে এবার র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব) এর উদ্যোগে শুক্রবার (৫ আগস্ট) বিকেল থেকে শুরু হয়েছে জঙ্গি বিরোধী প্রচার অভিযান।
র্যাব কুমিল্লা ক্যাম্প র্যাব ১১ এর অধিনায়কের নেতৃত্বে র্যাবের একটি বাহিনী চাঁদপুর শহরের ওয়ারর্যাসবাজার, জজ কোর্ট প্রাঙ্গন, বাসস্ট্যান্ড, ইলিশ চত্ত্বর, কালীবাড়ি শপথ চত্ত্বর, রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে জঙ্গি বিরোধী লিপলেট ও ব্যানার-পোস্টার সাটায়।
এসময় শহরের একাধিক স্থানে, উপস্থিত জনতার উদ্দেশ্যে র্যাবের কর্মকর্তরা বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে জঙ্গি, সন্দেহভাজনদের খরর জানাতে জনগনকে তাদের মোবাইল নম্বরও দেন। বাসাবাড়িতে জঙ্গি, সন্ত্রান থাকলে তথ্য দিয়ে তাদের সহযোগিতার করার আহ্বান জানান।
এছাড়া লিফলেট গুলোতে অপরাধীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য র্যাবের মোবাইল নম্বর লিপলেট ও ব্যানারে দেওয়া হয়েছে।
র্যাব জানায় ‘জঙ্গি বিরোধী প্রচার অভিযান চাঁদপুরসহ সারাদেশে চলছে।’