Home / সারাদেশ / কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
ইয়াবাসহ আটক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

কুমিল্লার ২৩ মার্চ রাতে র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের চাঁদপুরগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে । র‌্যাব-১১’র এ অভিযানে ৩,৩৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

অভিনব কায়দায় মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় মাদক ব্যবসায়ী জনি ঘোষ (৩৬), পিতাজয় ঘোষ, পূর্ব বলাখাল থানা- হাজীগঞ্জ ও মো.রনি শেখ (২৭), পিতা-মো. রমজান শেখ, শিলন্দিয়া, থানা- চাঁদপুর সদর, চাঁদপুর দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাদের নিকট থেকে ৩,৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয় । এ ছাড়াও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে ধৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মেজর তালুকদার নাজমুছ সাকিব, উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।

প্রসঙ্গত, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে । র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তি,২৫ এপ্রিল ২০২০
এজি