চাঁদপুর জেলা বাস চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বাস মালিকদের সঙ্গে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি এর বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক, মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, চাঁদপুরে অনেক গাড়ির রোড পারমিট নেই, আবার কারও নবায়নও হয়নি। অনেক চালক সচেতনতার অভাবে ইচ্ছেমতো গাড়ি চালাচ্ছেন। কিছু বাস কাউন্টারবিহীনভাবে চলাচল করছে এবং সময়সূচি মেনে চলছে না। প্রশাসন এখন থেকে এসব অনিয়মকে নিয়মের মধ্যে নিয়ে আসবে।
ডিসি আরও বলেন, রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। যতগুলো পারমিট আছে, কেবল সেই সংখ্যক গাড়িই রাস্তায় চলবে। যার যেখান থেকে রোড পারমিট আছে, সেখান থেকেই গাড়ি চলবে এবং টার্মিনালও সেখানেই রাখতে হবে। রাস্তায় আর কোনো গাড়ি থামানো বা রাখা যাবে না। ছোট জেলায় ইচ্ছেমতো গাড়ি বাড়ানো যাবে না। যাত্রী সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে।
তিনি মালিক সমিতিকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মালিক সমিতিকে অবশ্যই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয় সহযোগিতা করতে হবে। প্রশাসনের নির্দেশনা চালকদের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তারাই সরাসরি রাস্তায় গাড়ি চালাচ্ছেন।
ডিসি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে বাস মালিকদের জানাতে হবে কতগুলো ২৫ বছরের বেশি পুরনো গাড়ি রয়েছে। এগুলো দ্রুত ডাম্পিংয়ে নিতে হবে। পুরনো ও ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় যে অনিয়ম হচ্ছে, তা আর বরদাস্ত করা হবে না। মালিক ও চালক উভয়েরই সচেতন হওয়া জরুরি।
তিনি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনায় অযথা প্রাণহানি ঘটছে। এতে শুধু পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই প্রশাসন দ্রুত অভিযান শুরু করবে। তবে তার আগে আপনাদের সঙ্গে বসে বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই। রাত ৮টার পর শহরে ট্রাক প্রবেশ করতে পারবে। দিনের বেলায় কোন ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না বলেও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু, ট্রাফিক পরিদর্শক মো: মাহফুজ মিয়া, সহকারী পরিচালক (বিআরটিএ) মো: কামরুজ্জামান।
সভায়, চাঁদপুর জেলা বাস মালিক সমিতর বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলার সকল বাস মালিক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur