চাঁদপুর

চাঁদপুরে রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ

করোনার ২য় ঢেউ মোকাবেলায় চাঁদপুরে রিক্সা চালকদের মাধ্যমে যাত্রী নিরাপত্তায় মাস্ক বিতরণ করেছে তরুণ উদ্যোক্তা সাইফ ইমতিয়াজ মুন্না।

রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের সিএনজি স্ট্র্যান্ডে ২০টি রিক্সা চালক কে ১৫টি করে মাস্ক প্রদান করা হয়।

রিক্সা চালক চাঁন মিয়া, জব্বারসহ কয়েকজন জানায়, এখন থেকে যে সকল যাত্রী মাস্ক পড়বে না। তাদের কে মাস্ক প্রদান করতে পারব। মাস্ক ছাড়া আমরা কোন যাত্রী নেব না।

তরুণ উদ্যোক্তা সাইফ ইমতিয়াজ মুন্না জানায়, করোনার ২য় ঢেউ শুরু হয়ে গেছে। নো মাস্ক, নো সার্ভিস সব জায়গায় বলা হয়। তবে আমার মনে হয়েছে রিক্সা চালকদের যদি মাস্ক প্রদান করি, তাহলে চালকরা নিজেরাও মাস্ক পড়বে, যাত্রীদেরও মাস্ক পড়াতে পারবে। তাই আমি নিজ উদ্যোগে যাত্রী সেবা নিশ্চিতে ২০ জন রিক্সা চালককে ১৫ টি করে মাস্ক প্রদান করেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনা মোতাবেলায় যার যার অবস্থান থেকে সকলে এগিয়ে আসা প্রয়োজন।

স্টাফ রিপোর্টার,২২ নভেম্বর ২০২০

Share