রাতের খাবার খেয়ে একই পরিবারের ৪জন অসুস্থ হয়ে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ধরানা করা হচ্ছে কোন দুষ্কৃত চক্র হয়তো খাবারের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) চাঁদপুুর শহরের গুয়াখোলা এলাকার পাটওয়ারী ভিলাতে এ ঘটনা ঘটে।
যারা অসুস্থ হয়েছেন তারা হলেন, ওই বাড়ির দুবাই প্রবাসী মান্নান পাটওয়ারীর স্ত্রী মাকসুদা বেগম (৩৫), তার বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) ছোট মেয়ে মারিয়া আক্তার (১০) ও গৃহকর্মী সামসুন্নেছা (৬৫)।
তাদের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে মাকসুদা বেগম তার দুই মেয়ে ও বৃদ্ধা গৃহকর্মীসহ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন অনেক বেলা হলেও তারা কেউ ঘুম থেকে না উঠতে দেখে পাশ্ববর্তী ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়।
পরে বিষয়টি তারা বুঝতে পেরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে এমন ঘটনায় তাদের বাসা থেকে কোন জিনিসপত্র চুরি বা লুটপাট হয়েছে কিনা তা তারা নিশ্চিত করে বলতে পারেননি।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur