Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের রাজু হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ
ফরিদগঞ্জের রাজু হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

ফরিদগঞ্জের রাজু হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোচিত যুবক রাজু হত্যাকাণ্ডের প্রধান আসামী আরিফ হোসেন মিজিকে । মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় মৃত্যুদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত এই রায় দেন। রায়ে আরিফকে মৃত্যুদন্ডের সাথে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া এলাকায় মো. বিল্লাল হোসেন মিজির বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা তার ছেলে শাহাদাত হোসেন রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর রুজুর মরদেহ দেখতে পায়।

এ ঘটনায় মো. বিল্লাল হোসেন মিজি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৪ জন ব্যক্তির সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় প্রদান করেন।

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম (বাবু) জানান, ‘চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ে বাদীপক্ষ সঠিক ও ন্যায় বিচার পেয়েছে।’

ফরিদগঞ্জের রাজু হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply