Home / চাঁদপুর / চাঁদপুরে রপ্তানী উন্নয়ন শীর্ষক সেমিনার

চাঁদপুরে রপ্তানী উন্নয়ন শীর্ষক সেমিনার

রপ্তানীতে ব্যাবসায়ীদের উৎসাহিকরণে চাঁদপুরে রপ্তানি উন্নয়ন শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সকালে চাঁদপুর চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (কুমিল্লা)-এর আয়োজনে ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যংক চাঁদপুর পিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার মো. মোরশেদ আলম।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারি কমিশনার মো. আবুল হোসেন সরদার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লাহ বিভাগীয় রপ্তানি উন্নয়ন ব্যুরো’র গবেষণা কর্মকর্তা কাজী মো. মহিউদ্দিন।

বেলা সাড়ে ১১টায় সেমিনারের দ্বিতীয় অধিবেশনে রপ্তানি বিষয়ের মূল প্রবন্ধ উপস্থান করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ঢাকা) উপ-পরিচালক মো. জাকির হোসেন।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রস্তাবনা ও প্রশ্ন রেখে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চেম্বার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী

: আপডেট ৪:৩৬ পিএম, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

খ।