চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সাদ্দাম খান (৩০), মামুন মাল (৩৮) ও মো. বাবুল (৬৮) নামে ৩ মাদককারবারিকে গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৭ মে) রাতে টায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোড ও সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এসব মাদককারবারিদের গ্রেপ্তার করা হয়।
১৮ মে সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মৈশাদী এলাকা থেকে মাদককারবারি সাদ্দাম ও মামুনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা। আরেক অভিযানে শহরের হাজী মহসীন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাবুলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৭৬০টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম,১৮ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur