আশিক বিন রহিম :
সরকারবিরোধী আন্দোলনে বিভিন্ন অভিযোগে দায়েরকৃত ৪টি মামলায় চাঁদপুর আদালতে হাজিরা দিতে এসে যুবদল সভাপতিসহ ১২ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ সালেকীন-এর আদালতে ৪টি মামলা যথাক্রমে ৫ জানুয়ারি চিত্রলেখার মোড়ে সংঘর্ষের ঘটনায় জিআর ১৩, একই তারিখে পুরাণবাজার লোহারপুল এলাকায় সংঘর্ষের ঘটনায় জিআর ২৩, বিএনপি অফিসের সামনে ১টি সিএনজিতে পেট্রোলবোমা দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় জিআর ১৫, চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ ও ট্রাকচালক নিহত হওয়ায় ঘটনায় ১৪৮ নং মামলায় নেতকর্মীরা হাজিরা দিতে এলে আদালত তাদেরকে জিআর ১৩ এবং জিআর ২৩ এ জামিন প্রদান করেন। বাকি ২টিতে জামিন না দিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃত নেতা-কর্মীরা হচ্ছে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সহ-সধারণ সম্পাদক দিল মোহাম্মদ জিল্লু, যোগাযোগ সম্পাদক মোক্তার আহদেমদ, সহ-কর্মসংস্থান সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনরি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আইনুন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর মুন্সী, সাধারণ সম্পাদক রফিক মিজি, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল মোল্লা, জেলা যুবদলের সদস্য আব্দুল কাদির তালুকদার, খোকন, রাজন, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগ।
আপডেট: বাংলাদেশ সময় ০৩:২০ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur