Home / চাঁদপুর / চাঁদপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁদপুরে যুবদলের, চাঁদপুরে যুবদলের

চাঁদপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁদপুরে দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর মঙ্গলবার জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা এখন নিয়ন্ত্রণহীন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাদদের বিভিন্ন অপকর্ম মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। এর কারণ অবৈধ পন্থায় ক্ষমতা ধরে রাখা।

মা ইলিশ রক্ষায় নিয়ে তিনি বলেন, বর্তমানে মা ইলিশ রক্ষায় অভিযান চলছে। জেলেরা তাদের ন্যার্য পাওয়না না পেয়ে, অভাবের তাড়নায় মাছ ধরতে নদীতে যাচ্ছে। এদের কে মাছ ধরাতে বাধ্য করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। নয়তো এসব জেলেরা পুলিশের উপর হামলা করার সাহস পেতো না। তাই এসব অসহয় জেলেদের শাস্তি দেয়ার পাশাপাশি তাদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। তবেই মা ইলিশ রক্ষা অভিযান সফল হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম প্রাণশক্তি। এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে যুবদলকে আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে। আগামীতে যুবদল আরো শক্তিশালী হয়ে সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে। আজকে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সার্থক হোক।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধূরী, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন।

আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কবির শেখ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদল আহ্বায়ক শাহজাহান কবির খোকা প্রমুখ।

এর সংক্ষিপ্তভাবে র‌্যালি বের করা হয়। এরপর বেলা ১১টায় অনুষ্ঠিত যুব সমাবেশর আলোচনা সভার আগে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ অক্টোবর ২০২০