জাতীয়বাদী যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) বিকেলে দলীয় কার্যাল জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজি মনির মিজি, সহ-সভাপতি হুমায়ুন কবির হুমা, আলমগীর হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সেলিম, সদর থানা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন চান্দু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন সাগর, শহর যুবদলের আহ্বায়ক আ. কাদির বেপারী, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান শুক্কুর, শাহারস্তি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হোসেন, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার গাজী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর বেপারী শানু, দ্বিন মো. জিল্লু, মোস্তফা বন্দুকসী, দুলাল খান, আছলাম তালুকদার, হিরণ মাঝি, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। তাই দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অভিলম্বে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন।’
বক্তারা আরো বলেন, ‘আওয়ামলীলীগ দেশকে পুলিশি রাষ্ট্র বানাতে চাচ্ছে। জনগণের সেবার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী সে আইনশৃঙ্খলা বাহিনীর কাঁধে বন্ধুক রেখে তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী বেঁচে থাকতে সেই স্বপ্ন কখনোই পূরণ হতে দিবে না।’
এদিকে জাতীয়বাদী যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে চাঁদপুর পৌর ১ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (২৭অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পুরাণবাজার রয়েজ রোড় থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেয়। এসময় জেলা যুবদল নেতৃবৃন্দরা করতালির মাধ্যমে র্যালীটিকে স্বাগত জানায়।
র্যালীতে উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম শেখ, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বেপারী, বিএনপি নেতা সৈয়দ খান, চাঁদপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাফর খানসহ ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
।। আপডটে, বাংলাদশে সময় ১১: ২০ পিএম, ২৭ অক্টোবর ২০১৬,বৃহস্পতিবার
এইউ