Home / চাঁদপুর / চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ( ২৫ আগস্ট) বিকেলে চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে।

শহরের বেগম মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসার সময় পুলিশ মিছিলে বাঁধা দেয়।

পরে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।

জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, শহর যুবদল ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতা কর্মীরা।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]