‘মহান স্বাধীনতা দিবসে সাধারণ মানুষ হত্যার’ প্রতিবাদে চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ শনিবার সকালে চাঁদপুর জেলা বিএনপি’র কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এর আগে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ আলাদা আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হন।
সমাবেশে বক্তারা বলেন, ৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছিল। ঠিক স্বাধীনতার ৫০ বছর পর এই ফ্যাসিবাদী সরকার স্বাধীনতা দিবসের দিনে এদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তারা আগামি দিনে যে কোন আন্দোলন-সংগ্রামে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এক হয়ে রাজপথে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রতিবেদকঃআশিক বিন রহিম,২৭ মার্চ ২০২১