স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৯:২৯ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৫, বুধবার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোটারাবাদ থেকে মাসুদ বেপারী (২৫) নামে যুবকের মৃতদেহ উদ্ধর করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টায় মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাসুদ কোটারাবাদ গ্রামের বেপারী বাড়ীর মোক্তার বেপারীর ছেলে।
নিহত মাসুদের নানা সালামত মাঝি জানান, মাসুদ পার্শ্ববর্তী বহরিয়া বাজারে সিএনজি অটোরিক্সার খুচরা যন্ত্রাংশের ব্যবসা করতো। কারো সাথে কোনো কলহ ছিলো না।
মৃতের স্বজনরা ওইদিন সকাল ১১টায় তাকে বাড়ির পাশে গাছে ঝুলন্ত দেখতে পায়। এসময় তার গলায় চাদর পেঁচানো ছিলো।
পরে স্থানীয়রা চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur