দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, ফারুক আহমদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তর ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এনটিভি’র জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, এসএ টিভি’র জেলা প্রতিনিথি আতিক খান। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক যায়যায়দিন বিগত দিনের ন্যায় আগামীতে পাঠকের চাহিদা পূরণে আরো বেশি বেশি নিউজ প্রকাশ করার ব্যাপারে পরামর্শ দেন। বক্তারা বলেন, যায়যায়দিন দীর্ঘদিন একটি জনপ্রিয় পত্রিকা। পত্রিকাটি যখন সাপ্তাহিক ছিল তখন থেকেই এটি পাঠকদের মাঝে দেশজুড়ে বেশ জনপ্রিয় ছিল। বর্তমানেও পত্রিকাটি তার জনপ্রিয়তা ধরে রেখেছে।
নিজস্ব প্রতিবেদক, ৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur