চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম থেকে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় দু’জেলেকে আটক করা হয়।
আটকৃত জেলেদেরর শুক্রবার ভ্রাম্যমান আদালত ১ বছর সশ্রম কারাদ- প্রদান করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফ্টেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম এম হোসেন, এসসিপিও(এক্স) এর একটি অপারেশন দল যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৪ এবং মর্নিং সান হতে ১০৫০ কেজি জাটকা (আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা) জব্দ করে।
এসময় লঞ্চ থেকে মফিজ (২৬)ও বিল্লাল (২৭) নামক ০২ জন জেলে আটক করে।
জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং আটককৃত ০২ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট হস্থান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (জনাব এম সাদিদ) কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের প্রত্যেককে ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি: আপডেট ১০:৩৯ পিএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur