চাঁদপুরে মেঘনায় ইলিশের অভয়াশ্রমে বৃহস্পতিবার রাতব্যাপী কোস্টগার্ডের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা জব্দ করা হয়েছে।
চাঁদপুর কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার অঃ লেফটেন্যান্ট এম এইচ রশিদ, (কম), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ মকবুল হোসেন, এসসিপিও এর একটি অপারেশন দল চাঁদপুরের মেঘনা মহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি জামাল-৩ হতে ২৮০ কেজি জাটকা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার টাকা।’
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা,মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার অঃ লেফটেন্যান্ট এম এইচ রশিদ, (কম), বিএন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি || আপডেট: ০৬:১২ অপরাহ্ন, ০৪ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ