শীর্ষ সংবাদ

চাঁদপুরে যাত্রীবাহী এমভি তুতুল লঞ্চে ভয়াবহ আগুন

‎চাঁদপুরে যাত্রীবাহী এমভি তুতুল লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে এমভি সোনারতরীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ১০টায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে এমভি তুতুল লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে লগ্নিমারা এলাকায় পৌছলে লঞ্চটির ৩য় তলার একটি কেবিন থেকে হঠাৎ করে আগুন ধরে। এ অবস্থায় যাত্রীদের ডাক-চিৎকারে লঞ্চটি তাৎক্ষনিক থামিয়ে দেয়।

এ সময় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সোনারতরী-১ যাওয়ার সময় দূর্ঘটনায় কবলিত দেখে সেখানেই তারা নোঙ্গর করে। পরে এমভি সোনারতরী লঞ্চ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনা পর্যন্ত লঞ্চটির ৩য় তলার ৩টি কেবিন সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে এনে এমভি সোনারতরী বেশকিছু যাত্রীকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। আগুনে কোন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিছু যাত্রী ছোটাছুটি করে আহত হয়েছেন।

সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নৌ পুলিশের অতিরিক্ত সুপার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন্দর পরিবহন কর্মকর্তা মোবারক হোসেন ঘটনাস্থলে ফোর্স নিয়ে পৌছেছেন।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এমএএ/ডিএইচ/২০১৫

Share