Home / চাঁদপুর / চাঁদপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
চাঁদপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

চাঁদপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

চাঁদপুরে মঙ্গলবার যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে।২১শে প্রথম প্রহরে ভাষা শহীদের স্বরণে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, জেলা বিএনপি, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদপুর প্রেসক্লাব,স্থানীয় পত্রিকা, প্রশাসনের বিভিন্ন দপ্তর,সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন।

সকাল ৯টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়।

সভার পূর্বে জেলা শিশু একাডেমীর আয়োজনে শহীদ মিনার পাদদেশে শিশু কিশোরদের বিভন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, প্রেসক্লাব শরীফ চৌধুরী, সাবেক সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply