মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ২টায় শহরের অনন্যা মার্কেটের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে জেলা সম্মেলনকে কেন্দ্র করে চাঁদপুরের সকল উপজেলার মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক ও প্রতিনিধিরা একত্রিত হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব ও মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।
সংগঠনের উদ্দেশ্য ও আর্দশ নিয়ে বিকাল ৩টায় শুরু হয় আলোচনা পর্ব।
আলোচনা সভায় মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী খোকন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারস্ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন, সহ-সভাপতি ও চট্রগ্রাম বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন, সহ-সভাপতি মুতুর্জা খান শিপু, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুগ্ম-সম্পাদক ইফতে খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, সাংস্কৃতি সম্পাদক রমজান হোসেন, বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জুয়েল পাল, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কামাল হোসেন নিলয়, চট্রগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আবদুল্লাহ আল শরীফ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আপেল মাহম্মুদ, রংপুর বিভাগের সভাপতি লিটন চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আখতারুজ্জামান স্বপন, ঢাকা বিভাগের প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য প্রবীর রায়, ফরিদপুর বিভাগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, চাঁদপুর জেলার প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হাবিব উল্লাহ খান মাসুম, কুমিল্লা জেলা সভাপতি মো. তোহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রতিনিধি মো. রফিক উল্লাহ,
আশিক বিন রহিম: || আপডেট: ০২:০৫ এএম, ১০ অক্টোবর ২০১৫, শুক্রবার
ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur